
আজ বরগুনা জেনারেল হাসপাতাল এবং নাসিং ইনিস্টিটিউটের মধ্য চলাচলকারী সড়কের ডাস্টবিনের পাশ থেকে পলিথিনে মুড়ানো এক নবজাতক কন্যা শিশুকে পরিত্যক্ত অসহায় উদ্ধার করেছে হাসপাতালের হারুন নামের একজন পরিচ্ছন্ন কর্মী।
আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকী বলেন,বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী হারুন মিয়া দায়িত্ব পালনের সময় ডাস্টবিনের বাহিরে কিছু একটা নড়াচড়া করতে দেখতে পেয়ে কাছে গিয়ে দেখতে পান পলিথিনে মোড়ানো এক নবজাতক।তাৎক্ষণিক ভাবে তাকে জানানোর পর তিনি শিশুটি উদ্ধার করে শিশু ওয়ার্ডে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে উৎসুক জনতা শিশুটিকে একনজর দেখার জন্য ভিড় জমায়।ডা. তাসকিয়া জানান,ধারণা করা হচ্ছে শিশুটির বয়স ২ দিন হতে পারে।শরীরে পিঁপড়া আক্রান্ত। বর্তমানে শিশুটি হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছ।
বিষয়টি জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সমাজ সেবা বিভাগকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে আইনগত যা করণীয় তা করা হবে বলে তিনি মন্তব্য করেন। ইতোমধ্যে নবজাতক কন্যা শিশুটিকে দত্তক নিতে হাসপাতালে অনেক পরিবার ভিড় করছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর