
মৌলভীবাজারে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
অনুষ্ঠানে জেলায় শ্রেষ্ঠ উপজেলার পুরস্কার পান জুড়ী উপজেলা। শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী ও অন্যান্য ক্যাটাগরিতে নির্বাচিত সকলের হাতে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
জানা গেছে, বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে মৌলভীবাজার জেলায় ৮ টি ক্যাটাগরির নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কার ও সনদপত্র দেয়া হয়। এবার পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে উল্লেখযোগ্য অবদানের জন্য জেলার জুড়ী উপজেলা শ্রেষ্ঠ উপজেলা নির্বাচিত হয়েছে।
বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে ভালো কাজের অবদানের জন্য জুড়ী উপজেলা বিভিন্ন ক্যাটাগরিতে জেলা এবং বিভাগে সাফল্য দেখিয়েছেন। জেলা পর্যায়ে ৬ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়েছে জুড়ী উপজেলা। এছাড়া শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ পশ্চিমজুড়ী, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র - জায়ফরনগর UH&FWC, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা- সুফিয়া বেগম এবং সিলেট বিভাগীয় পর্যায়ে ২ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক - সুব্রত রুদ্র পাল (পশ্চিম জুড়ী ইউনিয়ন) ও শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী - সেবিকা রানী চন্দ পশ্চিম জুড়ী ইউনিয়ন নির্বাচিত হয়েছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর