
হিউম্যান এইড গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আজ শুক্রবার (১২ জুলাই) বিকেলে গাজীপুর মহানগরের ২২নং ওয়ার্ডের উত্তর গজারিয়াপাড়া এলাকায় গণসংবর্ধনা ও মানবাধিকার বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর ছবদের হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন।
হিউম্যান এইড গাজীপুর মহানগর শাখার সভাপতি আবুবক্কর সিদ্দিকের ব্যবস্থাপনায় এবং আবির হাসান তুষারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইতুন নাজাত জামে মসজিদের সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন নুরুল হক, গাজীপুর মহানগরের যুবলীগ নেতা নুরুজ্জামান টিপু, আক্তার হোসেন, নজরুল ইসলাম ভূইয়া, খোকন হোসেন, আনোয়ার হোসেন, আনিসুর রহমান আনিস, ফখরুল ইসলাম, অভি, সানাউল খান নিরব সহ শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি বর্গ ও সাধারণ মানুষ।
এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ ও সচেতন জনগোষ্ঠী এবং ঐক্যবদ্ধ জনগণই মানবাধিকার সুরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। তাই মানবাধিকার সুরক্ষা জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর