![BD24LIVE.COM](https://www.bd24live.com/bangla/public/logo-bd24live.png)
দেশজু্ড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে।
শুক্রবার (১২ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলা থেকে তারা বের হন।ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘণ্টা খানেক অবস্থান করে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান বলেন, আমরা কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলন করে যাচ্ছি। কুবি,চবি সহ সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানাই।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা কেন? আমরা প্রশাসনের কাছে জবাব চাই?
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা, 'কোটা না মেধা, মেধা মেধা','বাধা দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না','হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না',' মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না', সহ নানা ধরনের স্লোগান দেন।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর