
বর্ষাকাল এলেই হালুয়াঘাটের জামবিল হয়ে ওঠে মিনি কক্সবাজার। বর্ষা এলেই এখানে জমে পানি, সূর্যের আলোয় চিকচিক করে থইথই জলরাশি। সন্ধ্যের আগে যখন সূর্য ডোবে তখন মনে হয় যেন বিলের বিশাল জলরাশিতে সূর্য লুকচ্ছে।
এ দৃশ্য যেন মন ভরিয়ে দেয়। এসব মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিনই এই জামবিলে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন নানা বয়েসি দর্শনার্থী। ময়মনসিহের হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নে অবস্থিত মিনি কক্সবাজার খ্যাত এই জামবিল। বর্ষার শুরু থেকেই এ বিল পানিতে টইটুম্বুর হয়ে ওঠে।
এতে এই বিলের পরিবেশ হয়ে ওঠে মনোমুগ্ধকর। যান্ত্রিক জীবনের ক্লান্তি আর অবসাদ দূর করতে এই বিলে ছুটে আসছেন ভ্রমণপিয়াসী অনেকেই। যে কারণে স্থানীয়রা এ জাম বিলের নাম দিয়েছেন 'মিনি কক্সবাজার'। চতুর্দিকের নয়নাভিরাম সৌন্দর্য আর দর্শনার্থীদের ভিড়ে এই জামবিলে বর্ষার প্রতিটি বিকেল যেন মোহময় হয়ে ওঠে। তবে শুষ্ক মৌসুমে এই বিল থাকে সবুজ ফসলে একাকার।
সরেজমিনে দেখা গেছে, শুক্রবার(১২জুলাই)বিকালে এই সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে।। নানা বয়েসি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জামবিল। নৌকা করে কেউ কেউ ঘুরছেন বিশাল জলরাশির ঢেউয়ের ওপর। তাদের কেউ কেউ তুলছেন সেলফি, আবার কেউ কেউ ব্যস্ত প্রিয়জনদের ছবি তোলায়। বিলের মনোহর সৌন্দর্য উপভোগ করছেন সবান্ধবে অনেকেই।
কেউ গাইছেন গান, আবার কেউ করছেন কবিতা আবৃত্তি। উঠতি বয়েসি কিশোররা বিলের অথৈ জলে কাটছেন সাঁতার। জলরাশির মাঝখান দিয়ে বয়ে সড়কের ওপর মোটরসাইকেল চালিয়ে উল্লাসে মেতে উঠতে দেখা গেছে তরুণদের।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর