ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় তাসিন হোসেন (১৫) নামে কাভার্ড ভ্যানের এক হেল্পার নিহত হয়েছে। শনিবার ভোর ৪-৩৫ ঘটিকার সময় উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়েকের ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সামনে ময়মনসিংহ গামী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত তাসিন হোসন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানার বাঞ্চারাম পাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে।
জানা যায়, শনিবার ভোরে ময়মনসিংহ গামী এক্সপেরিয়েন্স টেক্সটাইলস লিমিটেডের কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো উ ১১-৩১৩১) বেপরোয়া গতিতে এসে উপজেলার কাঁঠালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে অজ্ঞাত গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভিতরে আটকে পড়ে কাভার্ড ভ্যানের হেল্পার তাসিন ঘটনাস্থলেই নিহত হয় এবং ড্রাইভার আহত হয়।
এ সময় পরে খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। ভরাডোবা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর