নবীগঞ্জ পৌরশহরে যানজট তীব্র আকার ধারণ করেছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে লেগেই থাকে যানজট। অসহনীয় এই যানজটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীসহ যাত্রীসাধারণকে। শহরের বিভিন্ন পয়েন্টে ট্র্যাফিক পুলিশ থাকলেও যানজট নিরসনে নেই কার্যকরী ভূমিকা। প্রশাসন থেকে যানজট নিরসনে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও কোনোটিই কাজে আসেনি। যানজটের মাত্র দিন দিন বেড়েই চলেছে।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হাসপাতাল সড়ক, শেরপুর রোড, ওসমানী রোড ও থানা পয়েন্টে ঘণ্টার পর ঘণ্টা লেগে থাকে যানজট। নিয়মনীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই যত্রতত্র গড়ে উঠেছে সিএনজি অটোরিক্সা, টমটম ও বাস স্ট্যান্ড। যেখানে সেখানে ব্যাটারিচালিত অটোরিকশা-মিশুক ও সিএনজি পার্কিং করে যাত্রী উঠানামা করা হচ্ছে। সড়কে যানবাহন দাঁড় করিয়ে পণ্য উঠানামা করানো নিত্য দিনের ঘটনা। বিভিন্ন স্থানে মূল সড়কের উপর বড় ট্রাক দাড় করিয়ে মালামাল লোড-আনলোড করা হচ্ছে, দেখেও দেখছেন না ট্র্যাফিক পুলিশের সদস্যরা।
সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ভিতর ট্রাক-লড়ি প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলেও ট্র্যাফিক পুলিশের সামনেই শহর দিয়ে যাতায়াত করছে ট্রাক লড়িসহ অবৈধ দানবরূপি ট্রাক্টর। অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ট্র্যাফিক পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দানবরূপী অবৈধ ট্রাক্টর চলাচলের কারণে সড়কগুলোতেও ভাঙন দেখা দিচ্ছে।
শহরবাসীর ভাষ্য, পুলিশ মাঝে মধ্যে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করে বৈধ কাগজপত্র না থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু পথচারীদের আতঙ্ক এসব অবৈধ ট্রাক্টর চলার ক্ষেত্রে চালক ও মালিকদের বিরুদ্ধে রহস্যজনক কারণে আইনগত ব্যবস্থা নেয়া বা বিধি নিষেধ করছেন না পুলিশ।
তীব্র যানজটের কারনে অফিসগামী এবং জরুরি প্রয়োজনে বাইরে আসা যাত্রীসাধারণের গন্তব্যে পৌঁছতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে যানজটের ফলে অফিসগামী ও যাত্রী সাধারণের আরোহী যানবাহনে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে চাকরিজীবীরা নির্দিষ্ট সময়ে অফিসে পৌছাতে পারছে না অন্যদিকে শহরে আগত জরুরি প্রয়োজনে আশা যাত্রী সাধারণ, স্কুল কলেজগামী শিক্ষার্থীরা এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
জ্যাম আটকে থাকা শিক্ষক রুবেল আহমদ বলেন, শহরে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। শহরের ৫-১০ মিনিটের পথ পাড়ি দিতে এক-দেড় ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।
মুক্তা নামে এক কলেজ ছাত্রী শাম্মী আক্তার বলেন, যানজটের তীব্রতা এতোই যে হেটেও চলাচল করা যায় না। রাস্তা পারাপার হতে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়।
মিশুক চালক তালেব আলী বলেন, ভিড়ের জন্য গাড়ি চলাতে কষ্ট হয়, আবার ব্যাটারির চার্জও কমে যায়। ঠিকমতো ভাড়া পাওয়া যায় না। অনেকেই এখন যানজটের কারনে হেঁটে চলাচল করে।
নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী বলেন, যানজট নিরসনে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা চাই নবীগঞ্জ শহরের মধ্যে উন্নয়ন কাজ চলছে তাই এখন যানজট বেশি হচ্ছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর