
বগুড়ার নন্দীগ্রামে এক কেজি ১শ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে নন্দীগ্রাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি বাজারে অভিযান চালায়। এ সময় এক কেজি ১শ গ্রাম গাঁজাসহ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি গ্রামের অভির উদ্দিনের ছেলে আক্তার হোসেন (২৪) ও বগুড়া জেলার শেরপুর উপজেলার কেল্লা গ্রামের ছাব্বির হোসেনের স্ত্রী রনি বেগম (২১) কে গ্রেপ্তার করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমঙ্গীর হোসেইন বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামীর বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। আজ দুপুরে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর