
যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলিসহ এক ভুয়া ডিবি পুলিশ'কে আটক হয়েছে। আটককৃত ভুয়া ডিবি পুলিশ যশোর শহরের হাজী মোহাম্মদ মহসিন রোডের মৃত চিত্তরঞ্জন ঘোষের ছেলে দুর্জয় বাবু।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, যশোর শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার তরুণ কুমার দে’র ভাড়াটিয়া দুর্জয় বাবু কে ১২ জুলাই রাতে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুর্জয় বাবু স্বীকার করেন, সে দির্ঘদীন যাবৎ ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকি-টকি (ওয়ার্লেস), হ্যান্ডকাফ ব্যবহারসহ পুলিশি প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানি সহ বিভিন্ন রকমের অনৈতিক সুবিধা ভোগ করে আসছে।
একপর্যায়ে ধৃত আসামি তার নিজ হাতে তাহার বসবাসরত ঘরের ওয়ারড্রপের নিচের ড্রয়ারের মধ্যে থেকে একটি কালো রঙের ওয়াকি-টকি সেট (ওয়ার্লেস), দু’টি চাইনিজ কুড়াল, দু’টি ফালার মাথা, একটি হাসুয়া, একটি ছুরি, একটি রিফ্লেটিং ভেস্ট, চার জোড়া হ্যান্ডকাফ, ৫টি রাবার বুলেট, একটি শটগানের (লেভেল) কার্তুজ, ১২ টি শটগানের বিস্ফোরিত কার্তুজ করে দেন। এঘটনায় আসামীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর