
খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার ( ১৩ জুলাই) বিকেলে চেঙ্গী নদীর শান্তিনগর মাঝিঘাট এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মো. জিসান (১৬)। সে খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া এলাকার মো. মিজানের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে মাছ ধরতে যায় জিসান। এসময় শান্তিনগর মাঝিঘাট এলাকায় পানিতে তলিয়ে নিখোঁজ হয় সে। নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা তল্লাশি দিয়ে যুবকের সন্ধান করতে ব্যর্থ হয়। পরে রাঙ্গামাটি থেকে ডুবুরি দল এসে নিখোঁজ হওয়ার প্রায় সারে চার ঘণ্টা পর জিসানের মরদেহ উদ্ধার করে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বলেন, খবর পেয়ে সকাল পৌনে ১২ টার দিকে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খাগড়াছড়িতে কোন ডুবুরি দল না থাকায় রাঙ্গামাটি থেকে ডুবুরী দল এনে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল ৪টার দিকে নিখোঁজ যুবককে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি পৌর সভার প্যানেল মেয়র ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহ আলম বলেন, প্রতি বর্ষায় এ নদীতে মানুষ ডুবে মারা যায়। গত বছরও দুই জন যুবক নিখোঁজ হলে পরে তাদের মরদেহ পাওয়া যায়। প্রাণহানির এ বিষয়টি খুবই মর্মান্তিক।
শাহ আলম আক্ষেপ করে আরও বলেন, 'খাগড়াছড়ি জেলাতে কোন ডুবুরি দল নেই। নদীতে বা পুকুরে ডুবে যাওয়ার ঘটনা ঘটলে পাশের জেলা রাঙ্গমাটি থেকে ডুবুরি দল আনতে হয়। ডুবুরি দল আসতে আসতে নিখোঁজ ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ে। ডুবুরি দল এসে তখন লাশ উদ্ধার করে। তিনি বলেন, 'খাগড়াছড়িতে একটি ডুবুরি দল থাকা দরকার। ডুবুরি দল না থাকায় শত চেষ্টা করেও পানিতে নিখোঁজ ব্যক্তিদের জীবিত উদ্ধার করা সম্ভব হয় না। তাই খাগড়াছড়িতে একটি ডুবুড়ী দলের জন্য প্রশাসন তথা সরকারের উদ্যোগ নেওয়া দরকার। এটা আমাদের দাবী'।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর