
চট্টগ্রামের আনোয়ারায় মো. জালাল (৩৭) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৪ জুলাই) ভোর ৬টার দিকে উপজেলার মনু মিয়ার দিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জালাল আনোয়ারা উপজেলার জুইদন্ডী ইউনিয়ন যুবলীগ নেতা। সে ওই ইউনিয়নের (৬ নম্বর ওয়ার্ড) হারবরো বাড়ির আলতাফ মুন্সির ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার উপ পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, মাছের গাড়ি নিয়ে কালা বিবির দিঘীর মোড়ে যাচ্ছিল জালাল। রাস্তায় দুর্বৃত্তরা তাকে আটকে রেখে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জালালের ব্যবসায়িক অংশীদার মো. মহিউদ্দিন বলেন, জালাল ভাই এবং আমি একসাথে মিলে মাছ ব্যবসা করি। আমরা সকালে নদী থেকে মাছ নিয়ে মনু মিয়ার দীঘিতে বিক্রি করতে যাচ্ছিলাম। এ সময় অপরিচিত কয়েকজন ব্যক্তি আমাদের গাড়িটি আটকায়। এরপর জালালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, আনোয়ারা থেকে জালাল নামে গুরুতর আহত অবস্থায় একজনকে চমেকে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর