
চট্টগ্রামে পৃথক অভিযানে ১২ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করেছে নৌ পুলিশ ও আনোয়ারা উপজেলা প্রশাসন। এসময় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া পৃথক পাঁচটি মামলা এবং জরিমানা করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) নগরের শাহ আমানত সেতু ও শুক্রবার আনোয়ারা উপজেলায় এ দুটি পৃথক অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালায় নৌ-পুলিশ। এ সময় সন্দেহজনক ৫টি ট্রাকে তল্লাশি করে ৬ হাজার ৯০০ কেজি প্রায় ৭ টন লইট্টা ও তুলার ডানডি মাছ জব্দ করা হয়। এ সময় ১৫ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক। তিনি বলেন, জব্দ করা মাছ গুলো বিজ্ঞ আদালতের আদেশে বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও জেলখানার কয়েদিদের জন্য বিতরণ করা হয়েছে। এ ঘটনায় পৃথকভাবে ৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া ১৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য বর্তমানে সাগরে মাছ ধরা কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এ বছর ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ (পঁয়ষট্টি) দিন মৎস্য আহরণ নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর