
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার এবং তার স্বামী এস এম পারভেজ আলমের ব্যক্তিগত-প্রাতিষ্ঠানিক সিআইবি রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শনিবার (১৩ জুলাই) বিষয়টি বিডি২৪লাইভকে নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী শাহ্ আলম অভি ।
তিনি বলেন, শুনানি শেষে মহামান্য হাইকোর্ট ন্যায় বিচার নিশ্চিত করতে বাদী পক্ষের আবেদনের ভিত্তিতে আইন ও বিধি মোতাবেক চট্টগ্রাম -০২ আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এবং তার স্বামী এস এম পারভেজ আলম এর সিআইবি রিপোর্ট দাখিলের জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার (১১ জুলাই) ফটিকছড়ি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি চেয়ারম্যান শাহজাদা সাইয়্যেদ সাইফুদ্দিন আহমদ আল মাইজভান্ডারি- এর দায়ের করা নির্বাচনী মামলায় শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব-এর একক বেঞ্চ এই আদেশ দেন। এসময় বাদী পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ ও এড. শাহ্ আলম অভি।
জানা যায়, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি হলফ নামায় নিজ ও স্বামীর নামে থাকা ব্যাংক ঋণের তথ্য গোপন করায় তার সংসদ সদস্য পদ বাতিল করে ঐ আসনে পুনরায় নির্বাচনের দাবিতে হাইকোর্টে নির্বাচনি মামলা দায়ের করেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এর চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ। এই মামলায় বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ ব্যাংক-সহ বিধি মতে ১৪ জনকে বিবাদী করা হয়।
উল্লেখ্য, সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার এই আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের মেয়ে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর