
কোটা বৈষম্যের যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ-পদযাত্রা শুরু করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রোববার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে তারা নগরের জিইসি হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন। এসময় তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
জানা যায়, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’- এর ব্যানারে আয়োজিত গণপদযাত্রাটি ষোলশহর স্টেশন থেকে ২নং গেট, জিইসি, লালখান বাজার, লাভলেন হয়ে প্রায় পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে যাবে। সেখানে তারা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করবে।
আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আহ্বায়ক মশিউর রহমান বলেন, কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণ-পদযাত্রা করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।
গত ৫ জুন হাইকোর্ট ২০১৮ সালের সরকারি পরিপত্র অবৈধ ঘোষণা করে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের রায় দেয়ার পর কোটা আন্দোলনের সূচনা হয়। এর আগে ২০১৮ সালে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধাসহ সবরকম কোটা পদ্ধতি বাতিল করে একটি পরিপত্র জারি করেছিল সরকার। শুরুতে কোটা বাতিলের পরিপত্র বহালসহ চার দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদমুখর হয়।
জুলাই মাসের শুরু থেকে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়ে লাগাতার আন্দোলনে যায় শিক্ষার্থীরা। সরকারের শীর্ষ পর্যায় থেকে কোটা নিয়ে আদালতের সিদ্ধান্ত চূড়ান্ত এমন বক্তব্য আসার পর ছাত্র আন্দোলন একদফার আন্দোলনে রূপ নেয়। আদালত নয় বরং সংসদে আইন পাশের মাধ্যমে সরকারি চাকরির সকল ক্যাডারে কোটা সংস্কারের দাবি করছেন এসব শিক্ষার্থী।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর