
বাগেরহাটের মোরেলগঞ্জ একটি বসতঘর পুড়ে গেছে। রবিবার (১৪ জুলাই) মোরেলগঞ্জ সদর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের পূর্ব সরালিয়া গ্রামের মৃত ইউনুস হাওলাদারের ছেলে হাসান হাওলাদারের বসতঘরে দুপুর ২ টার দিকে। আগুন দেখতে পেয়ে পাশের ঘরের লোকজন ডাক চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু তাতে কাজ না হওয়ায় মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
ফায়ার সার্ভিসের একটি ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসর আগেই ঘরটি পুড়ে মাটির সাথে মিশে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই কিন্তু রাস্তা ভাল না থাকায় ঘটানস্থলে জেতে কিছুটা বেগ পেতে হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, আগুনের সূত্রপাত হয়েছে তাদের রান্নাঘরের চুলা থেকে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর