
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক লম্পট বাবার লোভের শিকার ৯ বছরের এক অবুঝ মেয়ে শিশু। ঘটনাটি সে (১৩ জুলাই) শনিবার ভোর ৫ টায় উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে ঘটে। মেয়েটি রাত ৮ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে উক্ত হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত লম্পট ব্যক্তি উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মঈন উদ্দিন শাহ ছেলে শাহাবুদ্দিন শাহ (৪০)।
শিশু মেয়েটির মা জানান, ভোর ৫ টায় তার স্বামী লম্পট শাহাবুদ্দিন শাহ ঘুম থেকে উঠে বর্ষার পানিতে মাছ ধরার জন্য মেয়েকে ঘুম থেকে তুলে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জগন্নাথপুরের নির্জন স্থানে নিয়ে মেয়ের মুখ বেঁধে কাপড় খুলে ধর্ষণ করেন। এসময় মেয়েকে ভয়ভীতি দেখিয়ে কাউকে বলতে নিষেধ করেন। মেয়ে ভয়ে বাড়িতে এসে শুরুতে কিছু বলেনি। সে ব্যথায় থাকতে না পেরে বিকালে আমাকে গোপনে জানালে প্রথমে আমার শ্বশুর বাড়ির লোকজন বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করে। মেয়ের অবস্থা খারাপ হলে চিকিৎসা করাতে চাইলে আমার স্বামী পালিয়ে যায়।
আমি আমার মেয়ের সাথে এমন ঘুণিত কাজের বিচার সহ এর সাথে যারা সহযোগিতা করে তাদের সহ সবার সর্বোচ্চ বিচার দাবি করছি।
বিজয়নগর থানার ইন্সপেক্টর তদন্ত হাসান জামিল ঘটনার সততা নিশ্চিত করে তিনি জানান, ভিকটিম বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ভিকটিম অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর