
জামালপুরের মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় বন্যার পানিতে গোসল করতে নেমে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গৃহবধু রোকসানা (৩২), তৃষ্ণা (১৭), খাদিজা (১১) ও সাদিয়া (১১)
মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, নিহতরা একে অপরের প্রতিবেশী। তারা বিকেলে জমে থাকা বন্যার পানিতে গোসল করতে নামে। এ সময় খাদিজা ও সাদিয়া পানিতে ডুবে গেলে রোকসানা ও তৃষ্ণা তাদের উদ্ধারে এগিয়ে যান এবং তারাও ডুবে যান। পরে এলাকাসী তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর