রাতের আঁধারে ইজারা বিহীন চলতি নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে উত্তোলনকৃত বালু ও পাথর বোঝাই ২৬টি বাল্কহেড নৌপথে পাচার করার সময় আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে গ্রামবাসী। আটকের খবর পেয়ে এসব জব্দ করে পুলিশ ও উপজেলা প্রশাসন। রোববার (১৪ জুলাই)দুপুরে ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের সদর উপজেলায়। আটককৃত বালু-পাথরের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জের সদর উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিতে পারলেও গ্রামবাসীর চোখে ফাঁকি দিতে পারেনি সংঘবদ্ধ বালুখেকো চক্র। রাতে চলতি নদী থেকে বালু ও পাথর বোঝাই করার পর নদী ও হাওর পথে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ার সময় জেলার সদর উপজেলার নয়াগাঁও, অমিতাশ্রী,হোসেনপুর, মনমতেরপুরসহ আশপাশের গ্রামের লোকজন তাদের আটক করে। আটককৃত ২৬টি বাল্কহেডে পরে প্রশাসনকে খবর দিলে সদর থানার উপ-পরিদর্শক ও উপজেলা তহশিলদারের নেতৃত্বে অভিযান চালিয়ে বাল্কহেড গুলো জব্দ করা হয়।
গ্রামবাসী জানান,নদীতে বালু-পাথর উত্তোলন বন্ধ থাকার পরও প্রতিদিন অবৈধ ড্রেজার মেশিনে স্থানীয় প্রভাবশালীদের টাকা পয়সা দিয়েই বালু পাথর উত্তোলন করে। পরে শত শত নৌকায় বালু পাথর তুলে তাদের গ্রামের পাশ দিয়ে দ্রুত গতিতে যাওয়ায় নদীর তীরবর্তী তাদের ঘর বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘর বাড়ি রক্ষা করতেই বাধ্য হয়ে নৌকা গুলো তারা আটক করেছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক পার্ডন সিংহ বলেন,গ্রামবাসী ২৬টি নৌকা আটকের পর আমাদের খবর দিলে আমরা বালু পাথরের বৈধতা না পাওয়ায় ২৬টি নৌকা জব্দ করি।
সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি মান্নান বলেন,ঘটনাস্থলে গিয়ে আমাদের লোকজন নৌকা গুলো আটক করেছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর