
গতকাল (১৪ জুলাই) রাতে কোটা ইস্যুতে প্রধানমন্ত্রীর উক্তির প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী ও শিক্ষার্থীরা 'তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার 'স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এর প্রতিবাদে সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিক্ষোভ মিছিল করে ইবি শাখা ছাত্রলীগ।
মিছিলটি দলীয় টেন্ট থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে আবারো দলীয় টেন্টে এসে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ১৯৭১ সালে আমাদের পূর্বপুরুষরা রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের পরাজিত করেছিল। আজ যারা এই বাংলায় রাজাকার রাজাকার স্লোগান দিচ্ছে, ওইসব নব্য রাজাকারদের বলছি, আরেকবার এই মাটিতে যারা এই স্লোগান দিবে, তাদের সমূলে উৎপতন করা হবে। গতকাল প্রধানমন্ত্রীর একটি বক্তব্য বিকৃতি করে, যারা এই স্লোগান দিয়েছেন তাদের নিয়ে আমরা লজ্জিত। যারা আমাদের আশপাশে থেকে এসব স্লোগান দিচ্ছে, তাদের মুখগুলো চিনে রাখবেন। ছাত্রলীগের হল ও অনুষদ নেতৃবৃন্দরা সবসময় সজাগ থাকবেন। যারা ইতোমধ্যে নিজেদের রাজাকার বলেই ফেলছেন, তাদের সাথে আমাদের কোন আপস নেই। আমরা বলতে চাই তারা রাজাকার, আমরা মুক্তিযুদ্ধের শক্তি।
সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, মুক্তিযুদ্ধ আবেগ ও গৌরবের। অথচ এই রাজাকারবাহীনি কখনও স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। গতকাল বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের নামে যে উদ্ভূত পরিবেশ তৈরি করেছিল এবং রাজাকারদের শাবকরা স্বাধীনতার এত বছর পর যে স্লোগান দিয়েছিল, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যারা শিক্ষার এই সুন্দর পরিবেশকে বিঘ্ন করার চেষ্টা করছে, এই মাটিতেই ছাত্রলীগ তাদের প্রতিহত করবে। যারা রাজাকার রাজাকার স্লোগান মুখে আনতে পারে, তারা এ দেশে থাকতে পারে না।
পরবর্তীতে যদি কেউ এমন ধৃষ্টতা দেখায়, ছাত্রলীগ প্রতিহত করবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর