
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার মুল আসামি আজাদ মিয়াকে ঢাকার উত্তরখান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব ১৪ সিপিসি- ১ জামালপুরের সদস্যরা। গ্রেপ্তার আজাদ মিয়া শ্রীবরদী উপজেলার কারারপাড়া গ্রামের আফরোজ আলীর পুত্র। সোমবার (১৫ জুলাই) সকালে নালিতাবাড়ী থানায় তাকে হস্তান্তর করেছে র্যাব সদস্যরা।
র্যাব সুত্র জানায়, চলতি বছরের গত ৫ জুন নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের নুর ইসলামের পুত্র শাহিন মিয়া (১৬) তার বাবার অটোরিকশা নিয়ে ভাড়া চালানোর উদ্দেশ্য বাড়ি থেকে হন। ওদিন দুপুর দেড়টার দিকে নালিতাবাড়ী পৌরশহরের অদূরে চিতাখলা মোড় এলাকা থেকে যাত্রী নিয়ে নকলার দিকে রওনা হন তিনি। পথিমধ্যে যোগানিয়া মালিঝি ব্রিজের কাছে পৌঁছলে ব্রিজের পূর্বপাশে দাঁড়িয়ে থাকা যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাউসা গ্রামের আব্দুল গাফফারের পুত্র সেলিম মিয়া এবং তার সহযোগী শেরপুরের শ্রীবরদী উপজেলার কারারপাড়া গ্রামের আফরোজ আলীর পুত্র আজাদ মিয়া তারা দুইজন ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে অটোরিকশা থামায়। তারা অটোরিকশা থামিয়ে অটোরিকশার চালক ও যাত্রীর দেহ তল্লাশি করে মাদক জাতীয় কিছু পাওয়ার কথা জানায়। সেইসাথে তাদেরকে শেরপুর ডিবি অফিসে নেওয়ার কথা বলে চালক ও যাত্রীকে মাইক্রোবাসে উঠায়।
একপর্যায়ে কৌশলে অটোরিকশাটি চুরি করে নিতে চাইলে স্থানীয়দের সহযোগিতায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী সেলিম মিয়াকে পুলিশ আটক করে। এসময় অপর সহযোগী আজাদ মিয়া কৌশলে পালিয়ে যায়। দীর্ঘদিন পালিয়ে থাকার পর ভুক্তভোগীর পিতা নুর ইসলামের মামলার প্রেক্ষিতে র্যাব ১৪ জামালপুর সিপিসি-১ ও র্যাব ১ নারায়ণগঞ্জ সিপিসি-৩ এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে রোববার রাতে ঢাকার উত্তরখান এলাকা থেকে পলাতক আসামি আজাদ মিয়াকে গ্রেপ্তার করেন। পরে সোমবার সকালে তাকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব ১৪ জামালপুর সিপিসি- ১ কোম্পানির অধিনায়ক মেজর আব্দুর রাজ্জাক জানান, আইন শৃঙ্খলা রক্ষায় র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর