
চট্টগ্রামে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিরোধীপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এছাড়া দুই নম্বর গেট ও ষোলশহর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ষোলশহর রেলস্টেশন এলাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার খবর জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, আমরা ষোলশহর স্টেশনে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু ৫টার দিকে হঠাৎ করে পেছন থেকে ছাত্রলীগ দলবল নিয়ে আমাদের ওপর হামলা করে। তখন আমরা নিজেদের আত্মরক্ষায় পাল্টা হামলা করি।
এরআগে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীরা নগরীর ষোলশহরের ২নং গেইট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে বেলা আড়াইটার শাটল ট্রেনে উঠলে সেখানে আন্দোলনকারীদের বাধা দেয় ছাত্রলীগ। এ সময় আন্দোলনের সমন্বয়কারী তালাত মাহমুদ রাফিকে তুলে নিয়ে প্রক্টর অফিসে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া শাটল ট্রেনের চাবিও নিয়ে যায়। পরে প্রক্টর অফিসের দিকে মিছিল নিয়ে রওয়ানা দেয় আন্দোলনকারীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর