
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার কেজি ওজনের কোকেনসহ এক বাহামার নাগরিককে আটক করা হয়েছে। ওই যাত্রীর নাম স্টালিয়া সানতাই। সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই নারী যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে একটি ইউপিএস এর ভিতর থেকে ৩.৯ কেজি ওজনের কোকেন এর প্যাকেট পাওয়া যায়।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক ওই বিদেশি ব্রাজিল থেকে এমিরেটসের একটি ফ্লাইটে দুবাই আসেন। সেখান থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে গত ১১ জুলাই চট্টগ্রামে আসেন। কিন্তু ওই সময়ে তার কাছে কোন লাগেজ ছিল না। ওই নাগরিক হোটেল আগ্রাবাদে ওঠেন।
সোমবার (১৫ জুলাই) সকালে বিমানবন্দরে তার লাগেজ সংগ্রহ করতে গেলে তাকে সন্দেহ করেন কর্তৃপক্ষ। এরপর বিমানবন্দর কর্তৃপক্ষসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাগেজ পরীক্ষা করেন। পরে লাগেজের ভেতরে থাকা একটি ইউপিএসের ভেতর থেকে এসব কোকেন উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর