
টাঙ্গাইলের গোপালপুরে বীর মুক্তিযোদ্ধা দের প্রতিবাদ সভা অনুষ্ঠিত। গোপালপুর উপজেলা শাখা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে (১৫ জুলাই) সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের কোটা বিরোধী আন্দোলনের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধারা বক্তব্যে বলেন ৭১ সালে রক্ত দিয়ে বাংলাদেশকে দেশকে স্বাধীন করেছি তার প্রতিদান হিসেবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এবং আমাদের সন্তান যে সুবিধা দিয়েছে তাও অনেক সামান্য। একদল কুচক্রী মহল আমাদের সুযোগ সুবিধা কেড়ে নিতে চাচ্ছে তা হতে দেওয়া যাবে না। তাদের কোঠা থাকবে থাকতে হবে এই দাবি করেন তারা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম এর সভাপতিত্বে, প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো.মিনহাজ আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শমেরেন্দ্র নাথ সরকার বিমল, মুক্তিযোদ্ধার সংসদের ইউনিয়ন কমান্ডার মো. নাজিম উদ্দিন, ইউনিয়ন সহকারী কমান্ডার মো. ফয়েজ উদ্দিন, আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধার সংসদের সকল সদস্যবৃন্দ ও ও মুক্তিযোদ্ধাগণ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর