
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) ময়মনসিংহ শ্রীশ্রী রাধামাধব মন্দির ও শ্রীশ্রী গনেশ দেবতা মন্দিরের উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে ময়মনসিংহে শ্রীশ্রী জগন্নাথ দেবের উলটো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সোমবার (১৫ জুলাই) বিকেলে নগরীর দুর্গাবাড়ী মন্দিরে আলোচনা সভা ও পরে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত।
এসময় তিনি বলেন, আমরা যে ধর্মের বা বর্ণের হই না কেন আমাদের বড় পরিচয় আমরা মানুষ। আমাদের এই দেশ অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলাদেশ। আসুন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র বিভেদ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের উন্নয়নে কাজ করি।
বঙ্গবন্ধুর আজীবন লালিত যে স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইস্কন ময়মনসিংহ এর অধ্যক্ষ শ্রীপাদ অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ, পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ট্রাস্টি শ্রী উত্তম চক্রবর্তী রকেট, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট তপন দে প্রমুখ।
এসময় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর ভক্তবৃন্দ সহ বিপুল সংখ্যক নারী পুরুষ এই রথযাত্রায় অংশ নেন। রথযাত্রাটি নগরীর দূর্গাবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে রথ টান দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ রথের দড়ি ধরে অংশ গ্রহণ করেন।
অপরদিকে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উপলক্ষ্যে ময়মনসিংহ গন্ধবণিক সম্প্রদায় এর উদ্যোগে বিকাল সাড়ে ৩টায় বড় বাজার হতে রথ টান দিয়ে জুবিলী ঘাট সংলগ্ন রঘুনাথ জিউর আখড়ায় গিয়ে শেষ হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর