বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড (বিপিবিএল) দেশের ইন্টেরিয়র ডিজাইনের দৃশ্যপটে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং ভোক্তাদের সুবিধার্থে ‘বার্জার ডিজাইন স্টুডিও’ চালু করার ঘোষণা দিয়েছে। এই নতুন উদ্যোগটি যেকোন স্পেস এর ইন্টেরিয়র ডিজাইন করার জন্য একটি ওয়ান স্টপ সলিউশন হিসেবে কাজ করবে।
‘বার্জার ডিজাইন স্টুডিও’ শুধুমাত্র রঙের ব্যাপারে সীমাবদ্ধ নয়, বরং ইন্টেরিয়র ডিজাইনের গুণগত মান উন্নত করার পাশাপাশি এই সেবাকে ভোক্তাদের জন্য সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্টুডিওটি যেকোনো প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত, নির্মাণ সামগ্রীর বিবেচনাসহ সম্পূর্ণ ডিজাইন কনসালটেন্সি পরিষেবা প্রদান করবে। এতে করে ক্লায়েন্টদের জন্য নিজস্ব সেবার অভিজ্ঞতা, ব্যতিক্রমী মান, সময়মত কাজ সম্পাদন এবং পেশাদারিত্বের বাস্তবায়ন নিশ্চিত হবে।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালি চৌধুরী জানান, বছরের পর বছর ধরে বার্জার পেইন্টস সাজসজ্জার পেইন্ট, বাহারি রঙ, কাঠের প্রলেপ, নির্মাণে ব্যবহৃত আঠা এবং রাসায়নিক দ্রব্যসহ বৈচিত্র্যময় নির্মাণ সমাধান সরবরাহের মাধ্যমে ভোক্তাদের নির্মাণ সংক্রান্ত জটিলতার সমাধান করে আসছে।
তিনি আরও বলেন, ভবনের সামগ্রিক ইন্টেরিয়র ডিজাইনের সমস্যার সমাধানে ‘বার্জার ডিজাইন স্টুডিও’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় পেইন্ট প্রস্তুতকারক এবং তাদের নিত্যনতুন উদ্ভাবন ও উৎকর্ষতার জন্য স্বীকৃত। দশকের পর দশক ঐতিহ্যের সাথে প্রতিষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সকল গ্রাহকের প্রত্যাশা পূরণের অবিচল প্রতিশ্রুতির মাধ্যমে ধারাবাহিকভাবে শিল্পের মান উন্নত করে আসছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর