ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হামলার প্রতিবাদে সারা দেশজুড়ে বিক্ষোভ-মিছিলের ডাক দিয়েছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। এদিকে একই সঙ্গে স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ।
মঙ্গলবার (১৬ জুলাই) দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রলীগের ঐ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এছাড়া বেলা তিনটার দিকে সারাদেশে একযোগে বিক্ষোভ মিছিলের পালনের কর্মসূচি রয়েছে কোটা সংস্কার দাবিতে আন্দোলন করা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর।
রাত ১টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এ কথা বলেন। তিনি বলেন, গত সোমবার আমাদের যে কর্মসূচি ছিল সেটি দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।
যদিও এর আগে সোমবার রাত ৯টা ৪৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সম্মুখ এক সংবাদ সম্মেলনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম দেশজুড়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা দেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর