কোটাবিরোধী আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ৭১' এর মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২ টায় লালমনিরহাটের মিশন মোড় চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা মুক্তিযুদ্ধ বিরোধীদের শনাক্ত করে নির্মূল করার দাবি জানান। মানববন্ধনে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বর্বর পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে একনাগাড়ে ৯ মাস সম্মুখ সশস্ত্র যুদ্ধ এবং ৩০ লক্ষ বাঙালি হত্যা ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
এই স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার ক্ষেত্রকে সংক্রামিত করছে। এই অবস্থা কোনোক্রমেই মেনে নেয়া যায় না। কারণ যারা এই ইতিহাস বিকৃতি এবং প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার কাজে লিপ্ত রয়েছে এরা পাকিস্তানি প্রেতাত্মা নির্ভর। এসময় মুক্তিযোদ্ধারা স্বাধীনতা বিরোধীদের শনাক্ত করে নির্মূল করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন।
লালমনিরহাট সদর উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এসময় ২ শতাধিক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন মুক্তিযোদ্ধাগণ।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর