কোটা সংস্কারের এক দফা দাবি, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদিন নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গতকাল সারাদেশে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কোন মানুষ এভাবে হামলা চালাতে পারে না। যারা হামলা চালিয়েছে তারা বহিরাগত সন্ত্রাসী, কখনও শিক্ষার্থী হতে পারে না। আবারো যদি আমাদের ভাইদের উপর হামলা চালানো হয় তাহলে আমরাও প্রতিরোধ গড়ে তুলব। দেওয়ালে পিঠ ঠেকে গছে আর পিছু হাটব না। হামলা-মামলা দিয়ে আমাদের আন্দোলন দমানো যাবে না।
এদিকে সমাবেশে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল বলেন, কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক। তবে আমিও চাই অনগ্রসরদের জন্য কিছু কোটা রাখা হোক। আন্দোলনে তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে। যদি একতাবদ্ধ থাকো তাহলে তোমরা ভয় পাবে না। বরং তোমাদের ভয় পাবে।
এর আগে, গতকাল রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন বিশ^বিদ্যালয়ের খালেদা জিয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর