
“মুক্তিযুদ্ধের চেতনা বৃথা যেতে দেবনা। মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার, আলবদর ও আল শামসদের দাঁত ভেঙে দাও গুড়িয়ে দাও।” এই স্লোগানে কোটা সংস্কার আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের অবমাননা করার প্রতিবাদে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মকুলের সভাপতিত্বে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ও আব্দুর রহমান সরকার প্রমুখ। এতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও নারীনেত্রী নিপুণসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা আজ মনের ক্ষোভে আন্দোলনে নেমেছে। কোটা সংস্কার আন্দোলনের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাচ্ছিল্য করার প্রতিবাদে আমাদের এই মানববন্ধন। আমাদের মনোবল এখনও অনেক শক্ত রয়েছে। তাই কোটা সংস্কার আন্দোলনের নামে নৈরাজ্য, মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হলে এর বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এই মানববন্ধনে মুক্তিযোদ্ধা, প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর