
রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফিন যোগদানের পরে নিজ দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিতি শেষে পাংশায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেছেন।
মঙ্গলবার দুপুরে পাংশা হাসপাতালের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফিন গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করে বলেন সকলের সহযোগিতায় পাংশার মানুষকে ভাল সেবা দিতে চাই, চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়নে এক সাথে কাজ করতে চাই।
এসময় ডাঃ মোহম্মদ দেলোয়ার হোসাইন, ডাঃ মোঃ কুতুব উদ্দিন, ডাঃ এনামুল হক ফাহিম, উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পাংশায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর