
গাজীপুরে জয়দেবপুরে কোটা সংস্কার দাবিতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে মৈত্রী এক্সপ্রেস ট্রেন আটকে রেখেছেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা রেললাইনের ওপর অবস্থান করে এই অবরোধ শুরু করেছেন। এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা যায়।
রেলওয়ে পুলিশের কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য রেললাইন অবরোধ করে আন্দোলন করছে। মৈত্রী এক্সপ্রেসকে আটকে রেখেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছি।
এর আগে ৩টা হাজার হাজার ডুয়েট শিক্ষার্থী বাঁশের লাঠি হাতে নিয়ে মিছিল বের করে। এরপর কোটা সংস্কারের দাবিতে নানা স্লোগান দিতে দিতে শিমুলতলী শিববাড়ি সড়ক হয়ে গাজীপুর চৌরাস্তায় গিয়ে জড় হন। এতে ঢাকা ময়মনসিংহ ও গাজীপুর টাংগাইল মহাসড়ক বন্ধ করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকে। দুই পাশে যানবাহনের দীর্ঘ জ্যাম লাগতে দেখা যায়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর