
শব্দ দূষণ একটি নীরব ঘাতক আসুন আমরা শব্দ দূষণ বন্ধ করি এবং প্রতিরোধে সচেতন হই, এই স্লোগানকে সামনে রেখে, নেত্রকোণা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা উদ্যোগে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত।
১৬ জুলাই নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ০২টি বাস ও ০৪টি ট্রাক চালককে ০৬টি মামলায় মোট ১১,৫০০ (এগারো হাজার পাঁচশত) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় ও অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১১(এগারো) টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস, এম মেহেদী হাসান মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আবু সাঈদ প্রসিকিউশন প্রদান করেন। নেত্রকোণা জেলার আনসার সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। এছাড়াও এ দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শব্দদূষণ সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং একই সাথে বিভিন্ন যানবাহনে স্টিকার সাটানো হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান/মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে বিডি ২৪ লাইভ কে জানান, নেত্রকোনা জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব শামীম আল ইমরান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর