জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী-পুলিশ-শাখা ছাত্রলীগ ও বহিরাগতের ত্রিমুখী সংঘর্ষে গতকাল (১৫ জুলাই) রণক্ষেত্রে পরিণত হয়েছে। আহত হয়েছে প্রায় দুইশতাধিক শিক্ষার্থী। এসময় পুলিশের ছোরা রাবার বুলেটে আহত হয়েছেন চার সাংবাদিক এবং ছাত্রলীগের হামলায় আরো তিনজন সাংবাদিক আহত হন। এদের মধ্যে চারজনকে চিকিৎসার জন্য এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।
আহত সাংবাদিকরা হলেন- যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান, বণিক বার্তার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী মামুন, দৈনিক বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুর রহমান খান সার্জিল, বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম তওহিদ, দৈনিক জনকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম ও দ্য বাংলাদেশ টুডে’র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জোবায়ের আহমেদ, সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুশফিকুুর রিজওয়ান, সাউথ এশিয়ান টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাকিব আহমেদ।
এঁদের মধ্যে সাকিব আহমেদের অবস্থা গুরুতর। সে এখন এনাম মেডিকেল কলেজের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রয়েছে। মেহেদী মামুন আর আব্দুর রহমান খান সার্জিলের অস্ত্রোপচার হয়েছে।
জানা যায়, সন্ধ্যায় কোটা আন্দোলনকারীদের মিছিলে সন্ধ্যায় হামলা করে ছাত্রলীগ। এরপর হামলার বিচার দাবিতে রাত নয়টার দিকে উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। রাত সাড়ে বারোটায় ছাত্রলীগের হামলা করতে আসছে খবর পেয়ে উপাচার্যের বাস ভবনের মধ্য অবস্থান নেয় আন্দোলনকারীরা। তবে উপাচার্যের বাস ভবনের মধ্যে অবস্থান করলেও রাত সাড়ে ১২ টায় হামলা করে ছাত্রলীগ। তবে এসময় পুলিশ প্রধান ফটকের সামনে অবস্থান করলে ভেতরে আসেননি। ছাত্রলীগের হামলায় প্রায় অর্ধ শাতাধিক শিক্ষার্থী আহত হওয়ার পর পুলিশ আসলেও নিরব দর্শকের ভূমিকা পালন করে তারা। এরপর অবরুদ্ধ শিক্ষার্থীদের মুক্ত করতে হল থেকে লাঠি নিয়ে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী আসলে পালিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় শিক্ষার্থীরা অবরুদ্ধ শিক্ষার্থীদের মুক্ত করতে ভেতরে প্রবেশ করে তবে এসময় পুলিশ এলোপাতাড়ি রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এসময় পরিচয়পত্র দেখিয়ে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এতে চারজন সাংবাদিক আহত হন।
আহত সাংবাদিক ওয়াজহাতুল ইসলাম বলেন, আমরা বারবার আমাদের পরিচয় দিয়েছি তারপরেও আমাদের উপর গুলি চালিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের সহযোগিতা করে নাই আমাদের।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর