চট্টগ্রামের লোহাগাড়ায় ৪টি বসতঘরে তাণ্ডব চালিয়েছে একটি দলছুট বন্যহাতি। গত কয়েকদিনে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম।
জানা যায়, গত শনিবার-সোমবার পর্যন্ত টানা তিনরাতে একটি দলছুট বন্যহাতি ওই এলাকায় ৪টি বসতঘর ভেঙে তছনছ করে ফেলেছে। বর্তমানে ভেঙে ফেলা ঘরে কোনোরকমে মানবেতর জীবনযাপন করছেন ৪ পরিবারের সদস্যরা।
ক্ষতিগ্রস্তরা হলেন, একই এলাকার আবদুর রশীদের ছেলে রুবেল, আবদুল আলিমের ছেলে মিজান, আহমেদ ছফার মেয়ে রেহেনা এবং বশির আহমেদের ছেলে শাহজাহান।
ক্ষতিগ্রস্ত মিজান বলেন, আমাদের এলাকায় কয়েকদিন ধরে রাত হলেই পার্শ্ববর্তী চুনতি অভয়ারণ্য থেকে একটি দলছুট বন্যহাতি চলে আসে। হাতিটি তাণ্ডব চালিয়ে আমারসহ ৪টি বসতঘর ভেঙে তছনছ করে ফেলেছে। হাতির উপস্থিতি টের পেয়ে প্রত্যেক পরিবারের সদস্যরা ঘর থেকে আগে বের হয়ে যাওয়াতে কারোর ওপর আক্রমণ করতে পারেননি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর