চলমান কোটা ইস্যুতে উত্তেজনাকর পরিস্থিতি বিবেচনায় ইসলামী বিশ্ববিদ্যালয় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ৫টি ছাত্র হলের শিক্ষার্থীদের আজ দুপুর ১ টা ও ৩টি ছাত্রী হলের শিক্ষার্থীদের আগামীকাল (১৮ জুলাই) সকাল ১০ টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অনুষ্ঠিত সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন ২৬৪ তম জরুরি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক ইউজিসির প্রেরিত পত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন শিক্ষাঙ্গনে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইবির সকল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে হলে ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষাক্রম বন্ধ রাখার জন্য চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
শাকিল/সাএ
সর্বশেষ খবর