
ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী কয়েকটি জায়গায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত একদল শিক্ষার্থীর সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া–পালটা ধাওয়া হয়েছে। বুধবার বেলা ১২ টায় কোটা আন্দোলনকারীদের ইট-পাটকেল নিক্ষেপে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন আহত হয়েছেন। আহত ছাত্রলীগ নেতা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, কোটা সংস্কারের দাবী নিয়ে কাউতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। তার কাউতলীর প্রধান সড়ক হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্দেশ্যে মিছিল নিয়ে যাওয়ার পথে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিন মিছিলটির গতিরোধ করে। তখন আন্দোলনকারী ও রবিনের কথোপকথনের এক পর্যায়ে আন্দোলনকারীরা রবিনের উপর হামলা করে ও ইট পাটকেল ছুড়ে। এতে ছাত্রলীগের সহ-সভাপতি রবিনের কপাল কেটে যায় এবং শরীরের বিভিন্নস্থানে আঘাত প্রাপ্ত হয়। খবরটি জেনে ছাত্রলীগের কর্মীরা এসে ধাওয়া দিলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়৷
এদিকে বুধবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করেছে শিক্ষার্থীরা। সেসময় শিক্ষার্থীদের মাঝে ভয় ও আতঙ্ক তৈরি করতে জানিয়েছেন ছাত্রলীগের কর্মী ১০-১৫ টি ককটেল বিস্ফোরণ করে। তাছাড়া শহরের কাউতলীর মোড়ে ছাত্রলীগের কর্মীরা আন্দোলনকারী শিক্ষার্থীদের লাঠি-সোটা নিয়ে ধাওয়া করে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর