
রাজবাড়ীর পাংশা উপজেলার কোথায় বুধবার কোঠা বিরোধী আন্দোলনের পক্ষে মিছিল মিটিং সভা সমাবেশ করতে দেখা যায়নি আন্দোলন কারীদের। তবে বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ভাবে তারা নিজেদের সংগঠিত করার প্রায়শ চালিয়ে যাচ্ছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এদিকে বুধবার সকাল ১০ টা থেকে পাংশা সরকারি কলেজ প্রাঙ্গণে ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা অবস্থান নিয়েছিলেন, দুপুর পর্যন্ত অবস্থান শেষে মিছিল করে তারা চলে যান।
মিছিলে পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ, পাংশা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাকিম সরদার, পাংশা উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি মোঃ কামাল আল মামুনসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি লক্ষ করা যায় পুলিশ ছিলেন সতর্ক অবস্থানে। কোটা বিরোধী আন্দোলন ঢাকা শহর থেকে এখন উপজেলা পর্যায়ে পৌঁছে গিয়েছে এ দাবির পক্ষে বিশাল একটি ছাত্র সমাজ অবস্থান নিয়েছে, এখন পর্যন্ত চলমান এ আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে ৬ জন নিহত হওয়ার খবর গণমাধ্যমে দেখা যাচ্ছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর