জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বাতিল সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার শিক্ষার্থীদের গায়েবি জানাজা ও কফিন মিছিলে অংশ নিয়ে শিক্ষার্থীরা এ দাবি জানান।
শিক্ষার্থীদের পাঁচটি দাবি হলো- বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, ছাত্রীদের ছাত্রী হলের নিরাপত্তা দিতে হবে, ছাত্রলীগের প্রোগ্রামে ক্যাম্পাসের বাস দেয়া যাবে না, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে হবে, মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থী মাসুদ রানা বলেন,ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পাঁচটি দাবি জানিয়েছি। ছাত্ররাজনীতি ও সহিংসতা মুক্ত ক্যাম্পাস আমরা চাই।
আরেক শিক্ষার্থী বাপ্পী ইসলাম বলেন,আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের দাবি শান্তিপূর্ণ ভাবে মেনে নিক।
শাকিল/সাএ
সর্বশেষ খবর