বিনোদন জগতের পরিচিত মুখ চঞ্চল চৌধুরী। অভিনয়ের পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট সংঘর্ষ ও প্রাণহানির বিষয়ে তিনি তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলমান কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে ঢাকায় দুইজন, চট্টগ্রামে তিনজন, এবং রংপুরে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। এই ঘটনার পর চঞ্চল চৌধুরী ফেসবুকে একটি পোস্ট করেছেন।
পোস্টটিতে তিনি হামলার নিন্দা জানিয়ে লেখেন, “পেশাগত কাজের জন্য প্রায় বিশ দিন আমেরিকায় থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখান থেকে এই কয়দিনের খবর দেখে হতবাক এবং শোকাহত হয়েছি।” তিনি প্রশ্ন করেন, “সমাধানের অন্য কোনো পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হলো? বুকের রক্ত না ঝরিয়ে কি সুষ্ঠু সমাধান করা যেত না?” শিক্ষার্থীদের মৃত্যু ও আঘাত পাওয়ার ঘটনাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, “এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতার বাইরে।”
সন্তান হারানোর বেদনায় মায়ের কান্না তাকে কষ্ট দিচ্ছে উল্লেখ করে চঞ্চল চৌধুরী রাজনীতির নামে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে লেখেন, “আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত কঠিন কৌশল বুঝি না! শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনোদিন শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!”
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর