কোটা আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা মানববন্ধন করেছে। মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কালিয়াকৈর উপজেলার শাখার উদ্যোগে বুধবার সকালে উপজেলার কালিয়াকৈর বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীরা কোটা আন্দোলনের নামে বাঙালির মহান স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের প্রতি কটাক্ষ করছে। মিছিলে স্লোগানের মাধ্যমে নিজেদের একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী আত্মস্বীকৃত রাজাকার বলে দাবি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের জন্য ধ্বংসাত্মক আন্দোলন বন্ধ করে আদালতের শরণাপন্ন হওয়ার জন্য আহ্বান জানান বক্তারা। উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কালিয়াকৈর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা: সাহাব উদ্দিন আহসান,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল হক,বীর মুক্তিযোদ্ধা ডিএ সামাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর