
পুলিশের গুলিতে নিহত কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে রংপুর পার্ক মোড়ের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ চত্বর নামকরণ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের দুই নাম্বার গেটে গায়েবানা জানাজা শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে ১ নাম্বার গেটে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
এসময় পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয় তারা। পরে পার্কের মোরকে শহীদ আবু সাইদ চত্বর ও বিশ্ববিদ্যালয়ের ১ নাম্বার গেটকে শহীদ আবু সাইদ গেইট ঘোষণা করে শিক্ষার্থীরা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর