কোটাপদ্ধতি সংস্কারের দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এবং স্যাপার কলেজের শিক্ষার্থীরা।
বুধবার বিকালে মিছিলটি ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের গেট থেকে শুরু করে ক্যান্টনমেন্টের সামনের দয়ারামপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সেখান থেকে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বাউয়েট) প্রধান গেট হয়ে ধুপইল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্যাপার কলেজ গেটের সামনে এসে শেষ হয়।
মিছিল চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন স্থানে কয়েক দফা সড়ক অবরোধ করে। এসময় যানবাহন চলাচল ও পথচারীরা দুর্ভোগে পড়েন। মিছিলে ‘আমি কে-তুমি কে? রাজাকার-রাজাকার’, ‘কোটা না মেধা-মেধা মেধা’সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থী নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এঘটনার বিচার দাবি করে কর্মসূচি শেষ করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর