কোটা সংস্কারের দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সকালে বাদাঘাট সরকারি কলেজের শিক্ষার্থীরা বাদাঘাট বাজারে একত্রিত হয়ে স্লোগান ধরেন,কোটা না মেধা? মেধা মেধা’ আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।
পরে সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজারের মেইন রোডের মটর সাইকেল স্ট্যান্ডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে।
বক্তব্য রাখে সাবেক শিক্ষার্থী সারোয়ার ইবনে গিয়াস, শিক্ষার্থী মাহবুবুর রহমান, সাকিব, জাহিদ, সারোয়ার, মহিবুর, মিজু, কাউছার, মাইনুল, রানা, রাকিব, সৌরভ, মহিবুর, ফাহিম, মাসনুনসহ আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় পুলিশ কঠোর অবস্থানে ছিল। এছাড়াও তাহিরপুর উপজেলার সদর বাজারেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে পুলিশের বাঁধা অতিক্রম করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর