নড়াইলে পুকুরে গোসল করতে নেমে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত দশম শ্রেণির ছাত্রীর নাম নিশিতা ইয়াসমিন শান্তা। সে সদর উপজেলার শেখহাটি গ্রামের ইনামুল হকের মেয়ে। শান্তা গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। বুধবার (১৭ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার গোবরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, নিশিতা ইয়াসমিন শান্তার মা কুলসুম বেগম গ্রামীণ ব্যাংকে চাকরির সুবাদে তারা গোবরায় ভাড়া বাড়িতে বসবাস করতেন। বুধবার দুপুরে মামাতো বোন জুই ও শান্তা বাসার পাশে পুকুরে গোসল করতে নামে। তবে তারা কেউই সাঁতার জানতো না। গোসলের এক পর্যায়ে তারা দুজনে গভীর পানিতে তলিয়ে যায়। পরে তাদের স্বজনরা টের পেয়ে পুকুর থেকে তাদের উদ্ধার করেন। এতে জুই প্রাণে বেঁচে গেলেও শান্তার জ্ঞান না ফেরায় তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শান্তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর