ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছোট ভাই'য়ের দায়ের কোপে মোঃআবদুর রশিদ নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মরিচারচর গ্রামের বরইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।মোঃ আব্দুর রশিদ উপজেলার মরিচারচর গ্রামের বরইকান্দি এলাকার বাসিন্দা। ঘাতক মোঃ আব্দুল হেকিম নিহত আব্দুর রশিদের ছোট ভাই।
স্থানীয়রা জানান, দুই ভাইয়ের মধ্যে আগে থেকেই পারিবারিক কলহ ছিল। বুধবার দুপুরে আব্দুর রশিদের শাকসবজি ক্ষেতে আব্দুল হেকিমের কয়েকটা গরু কিছু অংশ নষ্ট করে ফেলে। এরপর আব্দুর রশিদ গরুগুলোকে ধরে বাড়িতে এনে বেঁধে রাখে। এদিকে গরু বেঁধে রাখায় ক্ষিপ্ত হন আব্দুল হেকিম। ক্ষিপ্ত হয়ে রশিদের বাড়িতে গিয়ে গালাগাল শুরু করেন তিনি।
এরপর দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে বাড়ির উঠোনে থাকা দা দিয়ে রশিদের পেটে কোপ মারে হেকিম। এরপর রশিদ মাটিতে লুটিয়ে পড়লে হেকিম সেখান থেকে পালিয়ে যায়। ওই অবস্থায় প্রতিবেশীরা রশিদ কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
পরে মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে আসামি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর