
মাদারীপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আন্দোনকারীদের পুলিশ ধাওয়া দিলে তারা প্রাণে বাঁচতে শহরের শকুনি লেকে ঝাঁপ দেয়। পরে অন্যান্যরা সাঁতরে তীরে উঠলেও ২ জন শিক্ষার্থী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, শকুনি লেকে নিখোঁজের খবর পেয়ে ৪ জন ডুবুরি এ মুহূর্তে তৎপরতা চালাচ্ছেন। উদ্ধার কাজ সম্পন্ন হলে জানানো হবে।
এর আগে সকালে শহরের ডিসিব্রিজ এলাকায় আন্দোলনকারী, পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় শহরের শকুনী লেকে পুলিশের ধাওয়া খেয়ে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজ ওই শিক্ষার্থীদের পরিচয় পাওয়া যায়নি।
এদিন সকালে ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোটা সংস্কারের দাবিতে জড়ো হন আন্দোলনকারীরা। এ সময় তাদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৬ জনকে।
জানা গেছে, সকাল ১০টার দিকে শহরের ডিসিব্রিজ এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। পরে জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ হয়।
এই ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধিসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। পরে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। পরবর্তীতে ছত্রভঙ্গ হয়ে শহরের বিভিন্ন স্থানে জড়ো হন আন্দোলনকারীরা। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে ৬ জনকে।
রার/সা.এ
সর্বশেষ খবর