
দিনাজপুরের ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, পোষ্য ও নাতি-নাতনিদের সরকারি কার্যক্রমে কোটা বহাল রাখার দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও নাতি-নাতনি পোষ্যবৃন্দের আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জগদীস চন্দ্র রায়, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান ভোলা প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিসহ অনেকে উপস্থিত ছিলেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর