
গতকাল ১৭ জুলাই দৈনিক পত্রিকার অনলাইনে প্রচারিত এক সংবাদে দাবী করা হয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীদের পক্ষে বিক্ষোভের ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। প্রকাশিত সংবাদে বলা হয়, বুধবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সামনে ডাকবাংলো চত্বরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস নদভী।
এ বিষয়ে মাওলানা মীর ইদ্রিস নদভীর জানান, অনলাইনে প্রকাশিত সংবাদ পুরোপুরি মিথ্যা। তিনি কোন কর্মসূচি ঘোষণা করেননি, এমনকি তিনি ১৭ জুলাই হাটহাজারিতে যাননি। হাটহাজারিতে মাদ্রাসা ছাত্রদের একাংশ যে বিক্ষোভ করেছে তার সঙ্গে হেফাজতে ইসলাম বা তার নিজের কোন সম্পৃক্ততা নেই বলে জানান মাওলানা মীর ইদ্রিস। এ বিষয়টি নিশ্চিত করে তিনি ফেসবুকে পোস্টও দিয়েছেন।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেন, হেফাজত ইসলাম কোন কর্মসূচি ঘোষণা করেনি ,আমি মীর ইদরীসও কোন কর্মসূচি ঘোষণা করিনি।আমি আজকে হাটহাজারী সদরেও যাইনি। আজকে হাটহাজারীতে মাদরাসা ছাত্রদের বিক্ষোভ এর সাথে আমার এবং হেফাজতের কোন সম্পৃক্ততা নাই। তবে আমি ব্যক্তিগতভাবে কোটা পদ্ধতি দেশ ও জাতির স্বার্থে সংস্কার প্রয়োজন মনে করি , এবিষয়ে ছাত্র জনতার আন্দোলন যৌক্তিক। আন্দোলন দমানোর নামে অমানবিক নির্যাতন মানবাধিকার লঙ্ঘনের শামিল। গনতান্ত্রিক রাষ্ট্র বা সরকারের এহেন আচরণ দেশেকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। রাষ্ট্রের কল্যাণকামী কোন নাগরিক তা মেনে নিতে পারে না।
সর্বশেষ খবর