আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ড হাওলাদার বাড়ি মসজিদ সংলগ্ন ঢাকা কুয়াকাটা মহাসড়কে দুপুর সারে বারোটার দিকে কোটা বিরোধী আন্দোলনের সমর্থনকারী কিছু শিক্ষার্থীরা টায়ার ও ফলের প্লাটিকের কেস পুরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে আন্দোলনকারীরা দ্রুত পালিয়ে যায়।
কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিরোধ করতে আমতলী উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীদের সকাল থেকে শহরে বিভিন্ন সড়কে মোটরসাইকেলে লাঠি হাতে মহড়া দিতে দেখা যায়।
সারাদেশে কোটা বিরোধী আন্দোলন কারী শিক্ষার্থীরা কম্লিট শার্টডাউট কর্মসূচি ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় আমতলীতে শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করে।
সরেজমিনে গিয়ে জানা যায়,বৃহস্পতিবার দুপুর সারে বারোটার দিকে বরগুনা আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ড হাওলাদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঢাকা কুয়াকাটা মহাসড়কে টায়ার ও ফলের প্লাস্টিকের ঝুড়ি পুরিয়ে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।আমতলী থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে সটকে পরে। বর্তমানে ঘটনাস্থলে বিপুল পরিমাণে পুলিশ মোতায়ন রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেন তপু জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি।কিছু সংখ্যক শিক্ষার্থীরা টায়ার ও প্লাস্টিক পুরিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করে এবং পুলিশের খবর পেয়ে আন্দোলনকারীরা সটকে পরে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর