লালমনিরহাটের হাতিবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় গণমাধ্যমকর্মীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার(১৮ জুলাই) দুপুরে উপজেলার মেডিকেল মোড় ও উপজেলা পরিষদ গেট এলাকায় এ ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী এবং লালমনিরহাট-কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে অবস্থান নিয়ে সকাল থেকে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মহাসড়ক দুটির চার স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় যান চলাচল বন্ধ রয়েছে। লালমনিরহাট জেলা শহরের মিশনমোড়, সদর উপজেলার বড়বাড়ি, কালীগঞ্জের তুষভান্ডার এবং হাতীবান্ধা মেডিকেল মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। জেলা শহরের মিশনমোড়ে কোনো বাধা ছাড়াই আন্দোলনকারীরা কর্মসূচি পালন করলেও হাতিবান্ধা উপজেলায় দুপুরে আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া হয়েছে। এসময় আরটিভি প্রতিনিধি শাহআলম, আনন্দ টিভি প্রতিনিধি রহিমসহ ৭ জন শিক্ষার্থী আহত হয়। হামলা করা হয় গণমাধ্যম কর্মীর অফিসগুলোতেও। এছাড়া ধাওয়া পালটা ধাওয়ার সময় হাতিবান্ধা উপজেলা আওয়ামীলীগ অফিস ভাঙচুর করে আন্দোলনকারীরা।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে পুনরায় সরকারি আলীমুদ্দিন কলেজ ও মেডিকেল মোড়ে অবস্থান নেয়। ধাওয়া পালটা ধাওয়ার সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে দেখা গেছে হাতিবান্ধা উপজেলার ছাত্রদলের নেতাকর্মীদেরও।
হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু বলেন, বিএনপি'র লোকজন আওয়ামীলীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। এটা নিয়ে পরে ব্যবস্থা নেয়া হবে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বিক্ষোভ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে লালমনিরহাটে অপ্রতিকার ঘটনা এড়াতে কয়েকটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর